চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানায় দায়েরকৃত ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী মোঃ ইসরাফিলকে কুমিল্লার লাকসাম থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-১১, নারায়ণগঞ্জের যৌথ দল।
র্যাব সূত্রে জানা যায়, সদরঘাট থানার মামলা নং-২৩, তারিখ ২২ মার্চ ২০২০, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ৯(১) ধারায় মোঃ ইসরাফিল যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হন। সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনি কুমিল্লার লাকসাম থানাধীন শুকতলা এলাকায় অবস্থান করছেন।
এর ভিত্তিতে গত ১৬ আগস্ট ২০২৫ তারিখে যৌথ অভিযান চালিয়ে ইসরাফিলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বয়স ২৮ বছর। তার পিতার নাম হজল হক এবং ঠিকানা কুমিল্লার লাকসাম থানার ছইলইন গ্রাম।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত ইসরাফিলকে লাকসাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজকের খবর/ এম. এস. এইচ.