দীর্ঘ ৯ বছর পর ‘ধূমকেতু’ সিনেমার মাধ্যমে ফের একসঙ্গে পর্দায় এলেন দেব ও শুভশ্রী। তাদের জনপ্রিয়তা যে এখনও তুঙ্গে, তা স্পষ্ট হলো দর্শক-ভক্তদের উচ্ছ্বাসে। সিনেমা মুক্তির একদিন আগে লাল শাড়ি ও লাল পাঞ্জাবিতে মন্দিরে হাজির হন এই তারকা জুটি।
‘ধূমকেতু’ তাদের বিচ্ছেদের পর প্রথম ছবি। এরপর আর কোনো সিনেমায় একসঙ্গে দেখা যায়নি তাদের। এমনকি, এই নয় বছরে একটি অ্যাওয়ার্ড শো ছাড়া একসঙ্গে কোনো অনুষ্ঠানে উপস্থিত হননি তারা।
ইতোমধ্যে শুরু হয়েছে ‘ধূমকেতু’র অগ্রিম টিকিট বিক্রি। টালিউডে চলছে টিকিট বিক্রির জোয়ার—একদিকে প্রিয় জুটিকে ফের দেখার আনন্দ, অন্যদিকে কাঙ্ক্ষিত ছবির মুক্তি।
ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে দেব ও শুভশ্রী এক মঞ্চে এসে হাসিমুখে সব অভিমান দূরে ঠেলে ভক্তদের প্রত্যাশা পূরণ করেছিলেন। সেই সন্ধ্যা হয়ে ওঠে বন্ধুত্বের নতুন দৃষ্টান্ত।
ছবি মুক্তির আগে নৈহাটির মন্দিরে যান তারা। যদিও অনেকের ধারণা ছিল, তারা আলাদা যাবেন বা একসঙ্গে দেখা মিলবে কি না তা নিয়ে ছিল জল্পনা। শেষমেশ সমস্ত আলোচনা থামিয়ে মন্দিরে পাশাপাশি বসে ধরা দিলেন তারা। লাল পাঞ্জাবি ও লাল শাড়িতে সাজানো ছিল বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি।
দেব ও শুভশ্রীর সোশ্যাল মিডিয়া পেজ থেকেও এই সুন্দর মুহূর্তের ভিডিও শেয়ার করা হয় ভক্তদের সঙ্গে। সঙ্গে ছিলেন ছবির পরিচালক কৌশিক গাঙ্গুলী ও সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত।
উল্লেখ্য, ২০১৫ সালে তারা সর্বশেষ অভিনয় করেছিলেন ‘ধূমকেতু’তে। ২০১৩ সালে শুরু হওয়া ছবির শুটিং দুই বছর চললেও নানা কারণে মুক্তি পায়নি। অবশেষে ৯ বছর পর আগামী ১৪ আগস্ট বড় পর্দায় আসছে ‘ধূমকেতু’।
হৃদয় সর্দার