সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খানকে কেন্দ্র করে নির্মিত হতে যাচ্ছে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। মেজর সিনহা ২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন, যা তখন দেশের মানুষের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।
সংবাদমাধ্যমের দাবি, ঢালিউডের ‘মেগাস্টার’ শাকিব খান এই সিনেমায় মেজর সিনহার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। এটি তার ২৬ বছরের ক্যারিয়ারে সেনাবাহিনীর ইউনিফর্মে প্রথম উপস্থিতি হতে পারে। শাকিব বর্তমানে যুক্তরাষ্ট্রে অবকাশ যাপন করছেন এবং সেপ্টেম্বর থেকে শুটিং শুরু করবেন।
তবে একটি দায়িত্বশীল সূত্র জানায়, শাকিব সরাসরি মেজর সিনহার চরিত্রে অভিনয় করবেন না। বরং তিনি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার এক দক্ষ এজেন্টের ভূমিকায় দেখা যাবেন, যিনি দেশের জন্য গুরুত্বপূর্ণ অপারেশন সফলভাবে সম্পন্ন করেন। সিনেমায় সত্য ঘটনা ও নাটকীয়তার মিশ্রণ থাকবে, যেখানে দেশপ্রেম, অ্যাকশন এবং মানবিক আবেগের দৃশ্য অন্তর্ভুক্ত থাকবে।
শুটিংয়ের অধিকাংশ অংশ থাইল্যান্ডে হবে এবং সিনেমার বিপরীতে ছোটপর্দার জনপ্রিয় এক অভিনেত্রীকে নেওয়া হতে পারে। পরিচালকের মতে, সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে হলেও কিছু নাটকীয়তা যুক্ত থাকবে।
শুটিং সেপ্টেম্বরে শুরু হয়ে ডিসেম্বরে মুক্তি পাবে। একই সঙ্গে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, কানাডা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সিনেমাটি মুক্তি পাবে।
আজকের খবর/ এম. এস. এইচ.