টালিউডের জনপ্রিয় জুটি দেব-শুভশ্রীর অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ধূমকেতুর অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। মুক্তির আগে থেকেই টিকিট বিক্রিতে যেন ঝড় উঠেছে। একদিকে প্রিয় জুটিকে আবার বড়পর্দায় দেখার উচ্ছ্বাস, অন্যদিকে কাঙ্ক্ষিত সিনেমার মুক্তি—দুই মিলিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে।
গত বৃহস্পতিবার নন্দনে টালিউডের প্রযোজক-পরিচালকদের সঙ্গে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের বৈঠক হয়। বৈঠকে প্রেক্ষাগৃহে বাংলা ছবির শো-সংখ্যা এবং গ্রহণযোগ্যতা নিয়ে আলোচনা হয়। এতে সিদ্ধান্ত হয়, সিনেমা হলে বাংলা ছবি প্রদর্শন বাধ্যতামূলক করার নির্দেশ জারি করা হবে।
এদিকে কলকাতার প্রিয়া সিনেমা হলের কর্ণধার অরিজিৎ দত্ত সামাজিক মাধ্যমে লিখেছেন, ধূমকেতুর অ্যাডভান্স বুকিংয়ের গতি সত্যিই অবিশ্বাস্য।” তার সেই পোস্ট শেয়ার করে দেব লেখেন, একটা শো না পাওয়া থেকে একাধিক শো পাওয়া পর্যন্ত এই যাত্রা—সবই দর্শকের ভালোবাসার ফল। আগামী ১৪ আগস্ট থেকে সব সিনেমা হলে।
উল্লেখযোগ্য, সম্পর্ক ভাঙনের সময়ে দেব-শুভশ্রী সর্বশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন ধূমকেতু ছবিতে। ২০১৩ সালে শুরু হওয়া এই ছবির শুটিং চলে দুই বছর। কিন্তু নানা জটিলতায় মুক্তি আটকে যায়। দীর্ঘ নয় বছর পর অবশেষে ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ধূমকেতু।
হৃদয় সর্দার