প্রাকৃতিক ওষুধ হিসেবে খ্যাত থানকুনি গাছ বা এর পাতায় রয়েছে শরীরের জন্য প্রয়োজনীয় নানা ধরনের খনিজ ও ভিটামিন।
নিয়মিত থানকুনি পাতার রস পান করলে:
• ত্বক হয়ে উঠবে আরও উজ্জ্বল ও প্রাণবন্ত
• বারবার জ্বর বা আমাশয়ের মতো সমস্যায় আর ভুগতে হবে না
• মুখে ঘা হলে থানকুনি পাতা সেদ্ধ পানিতে কুলকুচি করলে মিলবে আরাম
• চুল পড়ে যাচ্ছে? প্রতিদিন দুধের সঙ্গে মিশিয়ে খান পাঁচ-ছয় ফোঁটা থানকুনির রস
দেখবেন ধীরে ধীরে উপকার মিলছে, কমছে চুল পড়া
• ছোটদের কথা জড়ানো সমস্যায় দুশ্চিন্তায় ভোগা অভিভাবকদের জন্য উপকারী হতে পারে এই পাতা। প্রতিদিন এক চামচ করে গরম করে দেওয়া থানকুনি পাতার রস শিশুকে খাওয়ালে ধীরে ধীরে ভাষার অস্পষ্টতা কমে যায়।
• ঋতু পরিবর্তনের সময় ঠান্ডায় আক্রান্ত হন যাঁরা, তাঁদের জন্যও সমাধান রয়েছে এই পাতায়।
• অল্প পরিমাণ থানকুনির রস আধা চা চামচ মধুর সঙ্গে মিশিয়ে খেলে উপকার মিলবে।
স্থানীয় বাজারে খুঁজলেই থানকুনি পাতা পাওয়া যাবে। চাইলে নিজের ছাদ বা বারান্দায় টবেও লাগাতে পারেন এই গাছ।