বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১ আগস্ট) হোয়াইট হাউস এক ঘোষণায় জানায়, বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক বসানো হয়েছে।
এই তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত (২৫%), পাকিস্তান (১৯%), আফগানিস্তান (১৫%), শ্রীলঙ্কা (২০%) এবং মিয়ানমার (৪০%)। এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ফিলিপাইনের ওপর ১৯ শতাংশ এবং ভিয়েতনামের ওপরও ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। ব্রাজিলের ওপর শুল্ক নির্ধারণ করা হয়েছে ১০ শতাংশ।
হোয়াইট হাউসের পক্ষ থেকে এ শুল্ক আরোপের কারণ স্পষ্ট করে না জানালেও ধারণা করা হচ্ছে, বাণিজ্য ভারসাম্য রক্ষা, মার্কিন শিল্প সুরক্ষা এবং ভূরাজনৈতিক কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত বাংলাদেশের রপ্তানি বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, বিশেষ করে পোশাক খাতের ওপর।