ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ঘোষণা করেছে, গাজায় ভয়াবহ দুর্ভিক্ষ ও মানবিক সংকট কাটিয়ে এবং “যাদের প্রাপ্য, তাদের কাছে সহায়তা পৌঁছালেই” তারা তৎক্ষণাৎ যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে প্রস্তুত।
টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে হামাস বলেছে, ক্ষুধা আর দুর্ভিক্ষের ছায়ায় কোনো আলোচনা অর্থহীন হয়ে পড়ে। তারা অভিযোগ করেছে, গত সপ্তাহে যখন তারা যুদ্ধবিরতির একটি গঠনমূলক প্রস্তাব দিয়েছিল, তখন ইসরায়েল “অজুহাত দেখিয়ে” আলোচনা থেকে সরে গিয়েছিল।
যুক্তরাষ্ট্র হামাসকে ‘অসৎ’ ও ‘অবিশ্বাসযোগ্য’ আখ্যা দিয়ে বলেছে, তারা কেবল আলোচনা নয়, অন্যান্য উপায়েও যুদ্ধ বন্ধের চেষ্টা করছে। অন্যদিকে, মধ্যস্থতাকারী দেশ মিসর ও কাতার জানিয়েছেন, সর্বশেষ দফার আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
হামাসের এই বক্তব্যে যুদ্ধবিরতির সম্ভাবনা আবার নতুন করে আলোচনায় এসেছে। তবে তারা পরিষ্কার করেছে, মানবিক সহায়তার কার্যকর বিতরণ এবং ফিলিস্তিনি জনগণের জীবনরক্ষাই তাদের অগ্রাধিকার।