বান্দরবানের রুমা উপজেলার দোপানীছড়া পাড়ায় স্থানীয় গরিব ও অসহায় মানুষের জন্য মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করেছে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)। সীমান্তবর্তী এই দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বুধবার (৩১ জুলাই) দুপুর ২টা ১০ মিনিট থেকে ৩টা ২০ মিনিট পর্যন্ত এ ক্যাম্প পরিচালনা করা হয়।
বিজিবির মেডিকেল অফিসার বিএ-১০২০৩৪ মেজর এস. এম. আব্দুস সোবহান, এএমসি-এর নেতৃত্বে আয়োজিত এই ক্যাম্পেইনে ১৯ জন স্থানীয় নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ বিতরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয়।
রুমা ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগের মাধ্যমে দুর্গম পাহাড়ি অঞ্চলে বসবাসরত জনসাধারণকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিয়ে সহায়তা করা হচ্ছে, যাদের পক্ষে নিয়মিতভাবে আধুনিক চিকিৎসা গ্রহণ করা সম্ভব নয়।
সীমান্ত এলাকায় দায়িত্বরত ৯ বিজিবি নিয়মিতভাবে এমন কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। পূর্বেও তারা অসহায় জনগণের মাঝে চিকিৎসা সেবা ও নানাবিধ মানবিক সহায়তা প্রদান করেছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে রুমা ব্যাটালিয়ন।
এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি বিজিবির প্রতি আস্থা ও শ্রদ্ধা আরও বৃদ্ধি করেছে।