চলতি বছরের মে মাসে জম্মু-কাশ্মিরে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে সামরিক উত্তেজনায় জড়িয়ে পড়ে ভারত ও পাকিস্তান। সে সময় ভারত তাদের সামরিক অভিযানকে ‘অপারেশন সিঁদুর’ নামে অভিহিত করে, যা এখনো চলমান রয়েছে বলে দাবি করা হচ্ছে। এই পরিস্থিতিতে আসন্ন এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে ম্যাচ নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি।
আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচ নির্ধারিত আছে। যদিও দুই দেশকে একই গ্রুপে রাখার সিদ্ধান্ত নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। মনোজ তিওয়ারি স্পষ্টতই পাকিস্তানের বিপক্ষে খেলায় আপত্তি জানিয়েছেন। যদিও বিসিসিআই-এর সম্মতিতে তৈরি করা সূচিতে ভারত ও পাকিস্তান ‘এ’ গ্রুপে রাখা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে ১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটার মনোজ তিওয়ারি বলেন, ‘পরিস্থিতি ছিল খুবই নাজুক। এমন প্রেক্ষাপটে আমরা কীভাবে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের কথা ভাবতে পারি? আমার মনে হয় বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত। এই অবস্থায় এমন ম্যাচ হওয়া উচিৎ নয়।’
এর আগে জুন মাসে মেয়েদের এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা থাকলেও তা ছিল ইমার্জিং দলের ম্যাচ। প্রতিকূল আবহাওয়া ও চিকুনগুনিয়ার স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের অনুরোধে ম্যাচটি স্থগিত করা হয়।
রাজনৈতিক টানাপড়েনের মধ্যে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন নিয়ে মনোজ তিওয়ারি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী বলেছেন অপারেশন সিঁদুর এখনো চলছে। তাহলে আমরা কীভাবে পাকিস্তানের সঙ্গে খেলতে পারি?
এদিকে ভারতের ক্রীড়া মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা জানান, বহুজাতিক টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে খেলায় ভারতের কোনো বাধা নেই। তবুও সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল) প্রতিযোগিতায় পাকিস্তানের বিপক্ষে খেলা বর্জন করেন ভারতীয় খেলোয়াড়রা। এর ফলে গ্রুপ পর্ব ও সেমিফাইনালে না খেলেই পাকিস্তান সরাসরি ফাইনালে পৌঁছে যায়।
আজকের খবর/এ. আই. এ.