ফ্রান্সের নেতৃত্বে ১৫টি দেশ — যার মধ্যে রয়েছে ফিনল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া এবং একাধিক ইউরোপীয় দেশ — গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি এবং ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্বের স্থায়ী সমাধানে দ্বিরাষ্ট্রনীতির ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে।
আনাদোলু এজেন্সির বরাতে জানা গেছে, ফ্রান্সের নেতৃত্বাধীন এই দেশগুলো একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে, যেখানে গাজায় যুদ্ধ বন্ধ, ইসরাইলি জিম্মিদের মুক্তি এবং ফিলিস্তিন রাষ্ট্রকে আন্তর্জাতিক স্বীকৃতির মাধ্যমে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।
এই উদ্যোগের অংশ হিসেবে গত সোমবার (২৮ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে শুরু হয় তিনদিনব্যাপী সম্মেলন। এতে নেতৃত্ব দেয় ফ্রান্স ও সৌদি আরব। তবে ইসরাইল ও তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র এ সম্মেলন থেকে বিরত থাকে।
২৯ জুলাই রাতে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ফ্রান্সসহ ১৫টি দেশ এই উদ্যোগে একমত হয়েছে। এসব দেশ হচ্ছে: অ্যান্ডোরা, অস্ট্রেলিয়া, কানাডা, ফিনল্যান্ড, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, মাল্টা, নিউজিল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, সান মারিনো, স্লোভেনিয়া ও স্পেন।
বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের আলোকে ফিলিস্তিন ও ইসরাইল—উভয় রাষ্ট্রকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমারেখায় শান্তিপূর্ণভাবে বসবাসের সুযোগ নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে গাজা ও পশ্চিম তীরকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে আনার ওপর জোর দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, গত ১০ জুন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, যদি ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মত না হয় কিংবা আলোচনায় গঠনমূলক ভূমিকা না নেয়, তাহলে আগামী সেপ্টেম্বরেই যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে বলে পূর্বে জানানো হয়েছিল।
আজকের খবর/ এম. এস. এইচ.