রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে আসামিদের আদালতে আনা হয়। হাজির হওয়া আসামিরা হলেন— এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীসহ আরও দুইজন।
এর আগে সোমবার মামলার ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিতে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়। শুনানির পর আসামিপক্ষের শুনানির জন্য আজকের দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল।
রাষ্ট্রপক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম প্রায় দুই ঘণ্টা ধরে মামলার সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরেন।
মামলার ৩০ আসামির মধ্যে ২৪ জন এখনো পলাতক। তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও কেউ আদালতে হাজির হয়নি। তাই তাদের অনুপস্থিতিতেই বিচার চলবে। ট্রাইব্যুনাল ইতোমধ্যে পলাতকদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছে।
এর আগে, গত ১৩ জুলাই এ ঘটনায় গ্রেপ্তার রাসেল ও পারভেজকে ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দেওয়া হয়। ৩০ জুন ট্রাইব্যুনাল মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তদন্ত প্রতিবেদন জমা পড়ে ২৪ জুন।
আজকের খবর/ এম. এস. এইচ.