অনেকেই আগুনে পোড়ার পর সঙ্গে সঙ্গে বরফ বা খুব ঠান্ডা পানি লাগান। এতে সাময়িক আরাম মনে হলেও চিকিৎসাবিজ্ঞান বলছে, এই পদ্ধতি বিপজ্জনক হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, বরফ বা অতিরিক্ত ঠান্ডা পানি ক্ষতস্থানের রক্তপ্রবাহ কমিয়ে দেয়। এতে ত্বক ও আশপাশের কোষ আরও ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া হাইপোথারমিয়া, ব্যথা বেড়ে যাওয়া ও চিকিৎসা দেরির মতো সমস্যা দেখা দিতে পারে।
সঠিক করণীয় কী?
সাধারণ তাপমাত্রার বা সামান্য ঠান্ডা পানি দিয়ে (১৫–২৫°C) ১০–১৫ মিনিট ধুয়ে দিন
বরফ বা বরফমিশ্রিত পানি ব্যবহার করবেন না
পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে দিন
প্রয়োজনে ব্যথা কমাতে প্যারাসিটামল নিতে পারেন
ক্ষত বড় বা গভীর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন
চিকিৎসকরা বলছেন, ভুলভাবে ঠান্ডা দেওয়ার চেয়ে সঠিক তাপমাত্রার পানি ব্যবহারই নিরাপদ ও কার্যকর।
আজকের খবর/ এম. এস. এইচ.