বিশ্ববিদ্যালয় আর কখনও রাজনৈতিক সহিংসতার ঘাঁটি হবে না এবং কোনো শিক্ষার্থী আর টর্চার সেলে নির্যাতনের শিকার হবে না—এমন প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে তরুণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন আমাদের শিক্ষক ও অভিভাবকেরা। এবার আমরা রাষ্ট্রের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় সন্ত্রাস, হলের নোংরা পরিবেশ, নিম্নমানের খাবার এবং রাজনৈতিক দমন-পীড়নের কারণে অনেক শিক্ষার্থী সুস্থভাবে লেখাপড়া শেষ করতে পারেনি। প্রশাসন জানলেও নীরব থেকেছে, আর শিক্ষকদের একটি অংশ দলীয় সুবিধা গ্রহণে ব্যস্ত ছিল।
প্রধান উপদেষ্টা জানান, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলা অমানবিক নির্যাতন ও টর্চার সেল বন্ধে সরকার অঙ্গীকারবদ্ধ। আমরা আর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবের কারণে কলুষিত হতে দেব না।
শিক্ষার মানোন্নয়নে ধারাবাহিক পদক্ষেপের কথা জানিয়ে তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই শিক্ষা উন্নয়নে পরামর্শক কমিটির সঙ্গে কাজ করছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করা হয়েছে, শূন্য পদে সাড়ে ছয় হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে।
তিনি জানান, প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় পদ্ধতিগত পরিবর্তন আনতে সব স্কুলে ইন্টারনেট সংযোগ, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রামের অন্তত ১০০টি স্কুলে চালু হচ্ছে ই-লার্নিং, যেখানে ঢাকার শিক্ষকরা অনলাইনে পাঠদান করবেন।
বিদ্যুৎ ও প্রযুক্তি সংকট মোকাবিলায় নেওয়া উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, যেসব এলাকায় বিদ্যুৎ নেই, সেখানে সোলার প্যানেল বসানো হচ্ছে। স্টারলিংক ও মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে ই-লার্নিং কার্যক্রম চালু করা হবে।
স্কুলগুলোতে নারীবান্ধব অবকাঠামো তৈরির কথা জানিয়ে তিনি বলেন, স্কুল ভবনের ডিজাইন ও পরিবেশে নারীদের প্রয়োজনের বিষয়গুলো নিশ্চিত করা হচ্ছে। নির্মাণ কমিটিতে নারী স্থপতি রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
সবশেষে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “শিক্ষা শুধু পাঠ্যবই মুখস্থ করার বিষয় নয়, বরং এটি জীবনমুখী প্রক্রিয়া। একটি শিক্ষাব্যবস্থা কেমন হবে, তা নির্ধারণ করে একটি জাতির ভবিষ্যৎ। আমরা এমন ভবিষ্যৎ গড়তে চাই, যেখানে শিক্ষার্থীরা নিরাপদ, স্বাধীন ও মর্যাদাপূর্ণ পরিবেশে শিক্ষাগ্রহণ করতে পারবে।