খুলনায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির এক প্রভাবশালী নেতাকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে নগরীর সঙ্গীতা সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত শেখ শাহাদাত হোসেন নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির একজন আঞ্চলিক নেতা ছিলেন। দীর্ঘ প্রায় ১৫ বছর কারাভোগের পর চলতি বছর জামিনে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনযাপন করছিলেন তিনি।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, একদল দুর্বৃত্ত শাহাদাতকে ধাওয়া করে সঙ্গীতা সিনেমা হলের নিচে শফি টায়ারের দোকানে নিয়ে গুলি করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহত শাহাদাত হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ছয়টি মামলা ছিল।