রাজধানীতে গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে এই তথ্য নিশ্চিত করেন ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, রাজধানীতে বিশেষ অভিযান অংশ হিসেবে ঐতিহাসিক ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সম্ভাব্য নাশকতা প্রতিরোধের লক্ষ্যে এসব গ্রেপ্তারি অভিযান চালানো হয়েছে। তবে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নাম এবং দলীয় পদবী সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
এর আগে সারাদেশে নিরাপত্তা জোরদার এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ বিশেষ ব্যবস্থা নিয়েছে।