জুলাই গণ-অভ্যুত্থান বিজয়ের প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কর্মসূচি পালন করে দলটি।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও শৃঙ্খলা কমিটির প্রধান আব্দুল্লাহ আল আমিন।
আনন্দ মিছিলে অংশ নিয়ে নেতাকর্মীরা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ মানুষের সঙ্গে উৎসব ভাগ করে নিতে মিষ্টি বিতরণ করেন।
মিষ্টি বিতরণের সময় পথিমধ্যে বাংলাদেশ রিপাবলিক পার্টির প্রধান উপদেষ্টা সেলিম প্রধানের সঙ্গে সাক্ষাৎ হয় এনসিপি নেতাকর্মীদের। তাঁকেও মিষ্টিমুখ করান তারা।
এ সময় আব্দুল্লাহ আল আমিন বলেন, গত বছরের এই দিনে শেখ হাসিনা দেশত্যাগে বাধ্য হয়েছিলেন। সেই বিজয়ের দিনটিকে আমরা আনন্দ-উৎসবে স্মরণ করছি।