চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের টহল গাড়িতে অজ্ঞাত একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) ভোর ৫টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের গামারী তল এলাকায় এই ঘটনা ঘটে। সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।
থানা সূত্রে জানা যায়, সীতাকুণ্ড মডেল থানার একটি টহল দল মহাসড়কের সোনাইছড়ি ইউনিয়নের গামারীতল এলাকা অতিক্রম করার সময় চট্টগ্রামমুখী একটি অজ্ঞাত দ্রুতগামী গাড়ি পুলিশের গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে গাড়িতে থাকা চার পুলিশ সদস্য আহত হন। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত পুলিশ সদস্যরা হলেন: এসআই মো. আশরাফ (৪৫), গাড়িচালক কনস্টেবল তানভীর হোসেন (২৭), কনস্টেবল আবুল কালাম (২৮) ও তোফায়েল (২৭)।