জুলাই বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নানা মতের শিক্ষকগণকে নিয়ে গঠিত নতুন এক প্ল্যাটফর্ম “ইউনিভার্সিটি টিচার্স লিংক” (ইউটিএল) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। শনিবার (২৬ জুলাই) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ক্যাফেটেরিয়ায় আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির উদ্বোধন ঘোষণা করা হয়।
জুলাই বিপ্লবের শহীদ ওসমানের পিতা আব্দুর রহমান এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এবং সংগঠনের নাম ও আহ্বায়ক ব্যক্তির নাম ঘোষণা করেন। ইউটিএলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমান বিশ্বাস।
এ সময় তিনি ৫৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
কমিটিতে সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিল্লাল হোসেন এবং কোষাধ্যক্ষের দায়িত্বে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোশাররফ হোসেন মুন্না। এছাড়া কমিটিতে ৭ জন যুগ্ম আহ্বায়ক, ৫ জন যুগ্ম সদস্যসচিব এবং ৩৮ জন আহ্বায়ক সদস্য রয়েছেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, সিনিয়র শিক্ষক, অবসরপ্রাপ্ত অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ, শহীদ পরিবারের সদস্য এবং জুলাই বিপ্লবে আহত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।