দেশব্যাপী প্রায় ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এক সপ্তাহের মধ্যে দশম গ্রেডে উন্নীত করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এই দাবি বাস্তবায়ন না হলে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া ডাকযোগে আইন সচিব, জনপ্রশাসন সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, অর্থ সচিব এবং শিক্ষাসচিব বরাবর এই নোটিশ পাঠান।
আইনজীবী ছিদ্দিক উল্লাহ জানান, ২০১৪ সালের ৯ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি নির্দেশনায় দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১১তম গ্রেড ও দ্বিতীয় শ্রেণির মর্যাদা দেয়। তবে তা দীর্ঘ সময়েও বাস্তবায়ন হয়নি।
পরবর্তীতে ৪৫ জন প্রধান শিক্ষক হাইকোর্টে রিট করলে ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি আদালত তাদের দশম গ্রেড ও দ্বিতীয় শ্রেণির মর্যাদা দিতে রায় দেন। রাষ্ট্রপক্ষ ওই রায়ের বিরুদ্ধে আপিল ও পরে রিভিউ করলেও তা খারিজ হয়। সর্বশেষ ২০২৫ সালের ৭ জুলাই এই ৪৫ জন শিক্ষককে সংশ্লিষ্ট গ্রেড ও মর্যাদা দেয় মন্ত্রণালয়।
তিনি আরও বলেন, যেহেতু অন্য শিক্ষকরা একই শ্রেণিভুক্ত, তাই তাদেরও সমান সুবিধা দেওয়া উচিত ছিল। কিন্তু এখনও সেই সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে, সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।