রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে আহত আরও দুই জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ বার একসঙ্গে বাড়ি ফিরলেন শিক্ষক ও ছাত্রী।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, বর্তমানে সেখানে ভর্তি রয়েছেন ২৪ জন, আর এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ১৪ জন।
রোববার (১০ আগস্ট) ছাড়পত্র পাওয়া নুরী জান্নাত এশা মাইলস্টোনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। ২২ জুলাই ১০ শতাংশ পোড়া নিয়ে ভর্তি হয় সে। মুখমণ্ডল ও দুই হাতের অংশ দগ্ধ হলেও সুস্থ হয়ে বাড়ি ফেরায় সে আনন্দিত।
অন্যদিকে তার শিক্ষিকা সুমাইয়া রহমান লরিন, যিনি মাইলস্টোনের বিজ্ঞান বিষয়ের শিক্ষক, মুখমণ্ডল ও হাত মিলিয়ে ১৮ শতাংশ দগ্ধ হয়েছিলেন। তিনিও সুস্থ হয়ে দক্ষিণখানের নিজ বাসায় ফিরে গেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এখনও একজন রোগী আইসিইউতে আছেন। পরিচালক নাসির উদ্দিন জানান, সকল রোগীকে দ্রুত বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য টিম নিয়ে কাজ চলছে এবং তিনি সবার কাছে আহতদের জন্য দোয়া চেয়েছেন।
আজকের খবর/ এম. এস. এইচ.