২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গত বছরের তুলনায় এবার ফলাফলে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা প্রায় দ্বিগুণ, আর কমেছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও।
২০২৪ সালে যেখানে অকৃতকার্য ছিল ১৭ দশমিক ৯৬ শতাংশ, এবছর সেখানে তা বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৫৫ শতাংশে। একইভাবে, গত বছর ১ লাখ ৮২ হাজার ১২৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল, এবার সংখ্যাটি কমে দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জনে।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে। গত বছর এমন শিক্ষাপ্রতিষ্ঠান ছিল ৫১টি, এবার বেড়ে হয়েছে ১৩৪টি।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় ফলাফল প্রকাশ করা হয়। ফল বিশ্লেষণে এসব তথ্য জানা যায়।
চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, যা গত বছরের ৮৩ দশমিক ০৪ শতাংশের তুলনায় অনেক কম। এবছরও ছাত্রীদের পাসের হার ছেলেদের তুলনায় বেশি — ছাত্রীদের পাস ৭১.০৩ শতাংশ, ছাত্রদের ৬৫.৮৮ শতাংশ। টানা ১০ বছর ধরে পাসের হারে এগিয়ে রয়েছে মেয়েরা।
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল, শেষ হয় ১৩ মে। এবছর পরীক্ষায় অংশ নেয় প্রায় ১৯ লাখ শিক্ষার্থী।