রাজধানীর মুগদা হাসপাতালের সামনে রাস্তা পার হওয়ার সময় দুই বাসের চাপে পড়ে আতিকুর রহমান (৪৮) নামে এক পথচারী নিহত হয়েছেন।
বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের ছেলে তাসিন আহমেদ জানান, “সকালে মুগদা হাসপাতালের সামনে রাস্তা পার হওয়ার সময় আমার বাবা দুই বাসের মাঝখানে চাপা পড়েন। পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে দুপুর ১১টা ৪৫ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।