দৈনিক মানবকণ্ঠের মুরাদনগর প্রতিনিধি এবং মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফের বিরুদ্ধে দায়ের করা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুমিল্লার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা এই মামলাকে সাংবাদিকতার স্বাধীনতার ওপর হস্তক্ষেপ উল্লেখ করে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
প্রতিবাদকারী সংগঠন ও নেতাদের মধ্যে রয়েছেন—
কুমিল্লা প্রেসক্লাব: সভাপতি এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু।
কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন: সভাপতি হুমায়ুন কবির রনি, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ।
কুমিল্লা রিপোর্টার্স ক্লাব: সভাপতি রাসেল সোহেল, সাধারণ সম্পাদক মাহফুজ আনোয়ার সৌরভ।
কুমিল্লা ইয়ুথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন: সভাপতি তামজিদ হোসেন লিপু, সাধারণ সম্পাদক শাহ ইমরান।
কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি: সভাপতি সেলিম রেজা মুন্সি, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী।
মুরাদনগর প্রেসক্লাব: সিনিয়র সহ-সভাপতি বেলাল উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক ফাহাদ রহমান।
বাংলাদেশ সাংবাদিক সমিতি, মুরাদনগর শাখা: সভাপতি এন. এ. মুরাদ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ।
তারা সবাই পৃথক বিবৃতিতে বলেন, মাহবুব আলম আরিফ পেশাগত দায়িত্ব পালনের সময় অন্যায়ের প্রতিবাদ করেছিলেন। তার বিরুদ্ধে মামলাটি হয়রানিমূলক এবং স্বাধীন সাংবাদিকতার পথে বড় বাধা। মামলা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন অনেকে।