দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে রোম মহানগর সেন্তসেল্লে শাখা বিএনপি। বুধবার (১০ ডিসেম্বর) এশার নামাজের পর সেন্তসেল্লে জামে মসজিদে এ আয়োজন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি মজিবর শিকদার এবং পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক শরিফুল খান লিটন। দোয়া মাহফিলে উপদেষ্টা মিজান মল্লিক, ইস্রাফিল বারী, সাবেক সিনিয়র সহসভাপতি সুমন ইসলামসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি মুসল্লি অংশ নেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক সভাপতি আমিনুর রহমান সালাম, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ তৌহিদ কাদের, রোম মহানগর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির ও সাবেক সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম মৃধা সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও রাজনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, তাঁর দ্রুত সুস্থতা দেশ ও জাতির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তাঁরা দেশ-বিদেশের সকলের প্রতি তাঁর জন্য দোয়া করার আহ্বান জানান।
শেষে বেগম জিয়ার সুস্বাস্থ্য, দেশের কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মিরাজ হোসেন।
