যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বেলমন্ট লেক স্টেট পার্ক এলাকায় একটি গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন মাত্র ২৭ মাস বয়সি বাংলাদেশি শিশু হিতৈষী প্রার্থনা রায় হিমি। নিহত শিশুটির বাড়ি বাংলাদেশের নীলফামারী জেলায়। তিন ভাইবোনের মধ্যে হিমি ছিলেন মেজো সন্তান।
হিমির বাবা হৃষিকেশ রায় জানান, রোববার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে পার্কে বেড়াতে গিয়েছিলেন তিনি। পার্কিং লটে থেমে থাকা একটি গাড়ির সামনে থেকে রাস্তা পার হচ্ছিলেন তিনি; তার পেছনে ছিলেন ছোট মেয়ে হিমি। হঠাৎ গাড়িটি চলতে শুরু করলে তা হিমির শরীরে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই হিমি মারা যান।
এই মর্মান্তিক দুর্ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে কমিউনিটির অনেকেই তাদের সমর্থন ও দোয়া জানিয়েছেন। এই ধরনের দুর্ঘটনা পুনরায় না ঘটে সেজন্য নিরাপত্তা ও সচেতনতার গুরুত্ব আরও একবার তুলে ধরা হয়েছে।