ব্রিটিশ কাউন্সিলের আইইএলটিএস পরীক্ষায় বড় ধরনের জালিয়াতি ধরা পড়েছে। বাংলাদেশ, চীন ও ভিয়েতনামে প্রশ্নফাঁস এবং প্রযুক্তিগত ত্রুটির কারণে ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৮০ হাজার পরীক্ষার্থীকে ভুল ফলাফল দেওয়া হয়েছে। ফলে যারা আসলে ফেল করেছে, তাদের অনেকেই পাস দেখিয়ে যুক্তরাজ্যের ভিসা পেয়ে গেছে।
ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, এই কেলেঙ্কারির ফলে হাজার হাজার অযোগ্য অভিবাসী (চিকিৎসক, নার্সসহ) যুক্তরাজ্যে ঢুকে পড়েছে। এখন ব্রিটেনের কনজারভেটিভ পার্টি তাদের ফিরিয়ে নেওয়ার দাবি জানাচ্ছে।
আইইএলটিএস কর্তৃপক্ষ (ব্রিটিশ কাউন্সিল, কেমব্রিজ ও আইডিপি) স্বীকার করেছে যে, ‘প্রযুক্তিগত ত্রুটি’র কারণে প্রায় ৭৮-৮০ হাজার পরীক্ষার্থী ভুল ফল পেয়েছে। তারা দাবি করছে এটা মাত্র ১ শতাংশ পরীক্ষাকে প্রভাবিত করেছে।
ব্রিটিশ চিকিৎসকরা সতর্ক করেছেন, ইংরেজি দক্ষতা কম থাকায় এনএইচএস-এ কর্মরত অনেক অভিবাসী কর্মীর কারণে রোগীদের জীবন ঝুঁকিতে পড়ছে।
গত মাসে আইইএলটিএস কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে সঠিক ফল দেওয়া হবে।
আজকের খবর/ এম.এস. এইচ.
