সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে মাঠে গড়াবে বিপিএলের ১২তম আসর। এর আগে ফ্র্যাঞ্চাইজিদের বকেয়া পরিশোধ ও স্পনসরদের অনিয়মের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার (৯ আগস্ট) বোর্ড মিটিং শেষে বিষয়টি জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।
তিনি বলেন, আমরা একটি রিভিউ ও আলোচনা করেছি ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হালনাগাদ আর্থিক বকেয়ার তালিকা’ নিয়ে। সাম্প্রতিক কয়েকটি বিপিএলে ফ্র্যাঞ্চাইজি দল ও স্পনসরদের কাছ থেকে প্রাপ্য অর্থের যে হিসাব রয়েছে, সেগুলোর একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে।
‘ফ্র্যাঞ্চাইজিরা যে অর্থ বোর্ডকে দেওয়ার কথা ছিল কিন্তু দেয়নি, এবং স্পনসরদের বকেয়া টাকার বিষয়গুলো এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।’
আইনি প্রক্রিয়া সম্পর্কে তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে আমরা আইনগত পদক্ষেপ নিতে যাচ্ছি। এছাড়া, আগেই কিছু দলের সঙ্গে চুক্তি ভঙ্গের অভিযোগে আরবিট্রেশন প্রক্রিয়া চলছিল—সেগুলোও অব্যাহত থাকবে এবং দ্রুততর করা হবে।