মাত্র ১৭ বছর ৩১১ দিন বয়সে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন ক্রোয়েশিয়ার ক্রিকেটার জ্যাক ভুসিচ। বৃহস্পতিবার (৭ আগস্ট) সাইপ্রাসের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের ম্যাচে নেতৃত্ব দিয়ে এই কীর্তি গড়েন তিনি।
যদিও অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে তার দল পরাজিত হয়, তবুও ইতিহাসে নিজের নাম লেখাতে সক্ষম হন ভুসিচ।
বিস্ময়ের বিষয় হলো, ক্রোয়েশিয়ায় ভোটার হওয়ার ন্যূনতম বয়স ১৮ বছর, কিন্তু ভুসিচ এখনো সেই বয়সেও পৌঁছাননি। তার আগেই দেশের জাতীয় ক্রিকেট দলের নেতৃত্ব দিয়ে তিনি অনন্য গৌরব অর্জন করেছেন।
এর আগে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করার রেকর্ড ছিল ফ্রান্সের নোমান আমজাদের। তিনি ২০২২ সালের জুলাইয়ে ১৮ বছর ২৪ দিন বয়সে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ফ্রান্সকে নেতৃত্ব দিয়েছিলেন।
আইসিসির সহযোগী সদস্য দেশগুলোর ম্যাচগুলো আন্তর্জাতিক টি-টোয়েন্টির মর্যাদা পাওয়ার পর থেকেই অনেক নতুন রেকর্ড গড়ছে এসব দেশ। ক্রিকেট বিশ্লেষকরা এসব ঘটনাকে ক্রিকেটের বিশ্বায়নের ইতিবাচক ফলাফল হিসেবে দেখছেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক টি-টোয়েন্টির সবচেয়ে কম বয়সী চার অধিনায়কই এসেছেন আইসিসির সহযোগী সদস্য দেশ থেকে। তবে ওয়ানডে ও টেস্টে সবচেয়ে কম বয়সে অধিনায়কত্ব করার রেকর্ড এখনো আফগানিস্তানের রশিদ খানের দখলে। তিনি ১৯ বছর ১৬৫ দিন বয়সে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং ২০ বছর ৩৫০ দিন বয়সে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে টেস্টে অধিনায়কত্ব করেন।
আজকের খবর/ এম. এস. এইচ.