রাজধানীর খুচরা বাজারে মাত্র এক সপ্তাহের মধ্যে মুরগির ডিমের দাম ডজন প্রতি ১৫ থেকে ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রতি ডজন ডিমের দাম দাঁড়িয়েছে ১৩৫ থেকে ১৪০ টাকায়, যা গতকালের তুলনায় প্রায় সাড়ে ১২ শতাংশ বেশি।
বাজারে শাক-সবজির দামে বৃদ্ধির পাশাপাশি কাঁচা মরিচ এখনো চড়া দামে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম সামান্য স্থিতিশীল থাকলেও সোনালি মুরগির দাম অনেক বেশি। ব্রয়লার মুরগির দাম রয়েছে ১৬০ থেকে ১৭০ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩২০ টাকায়।
তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতির সভাপতি আমান উল্লাহ জানান, বাজারে সবজির দাম বৃদ্ধির কারণে ডিমের চাহিদা বেড়েছে, যা দাম বাড়ার কারণ। তবে ডিমের উৎপাদন ঠিক রয়েছে বলে তিনি জানান।
মহাখালী কাঁচাবাজারের ডিম বিক্রেতা মো. রাজিব মিয়া বলেন, আড়তে দাম বাড়ায় খুচরায়ও ডিমের দাম বেড়েছে, তবে বাজারে ডিমের ঘাটতি নেই।
সবজি বাজারেও দাম বাড়তি, যেখানে করলা ৯০ থেকে ১০০ টাকা, টমেটো ১৫০ থেকে ১৮০ টাকা, কাঁচা মরিচ ২০০ থেকে ২৪০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বৃষ্টি ও পানি বন্দির কারণে কৃষি ক্ষতির কারণে পাইকারি বাজারে সবজির সরবরাহ কমে দাম বেড়েছে বলে জানাচ্ছেন বিক্রেতারা।
সাধারণ পণ্যের বাজার মূল্য: আলু প্রতি কেজি ২৫-৩০ টাকা, পেঁয়াজ ৬০-৬৫ টাকা, দেশি আদা ১৩০-১৫০ টাকা, দেশি রসুন ১২০-১৩০ টাকা, আমদানি করা রসুন ১৫০-১৮০ টাকা, দেশি মসুর ডাল ১৪০ টাকা এবং আমদানি করা মসুর ডাল ১১৫-১২০ টাকা।