জিম্বাবুয়ের হারারেতে চলমান ত্রিদেশীয় সিরিজে টানা দুই জয়ের পর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল হেরে গেছে তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের কাছে ৫ উইকেটে। এই হারের ফলে পয়েন্ট টেবিলেও এক ধাপ পিছিয়ে এসে দ্বিতীয় স্থানে নেমে এসেছে বাংলাদেশ দল।
টস জিতে আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে। অধিনায়ক আজিজুল হাকিম ৮১ বল মোকাবেলায় ৫৯ রান করে দলকে সাময়িক অবস্থা সামলাতে সাহায্য করেন। শেষ পর্যন্ত দল ৪৪.৫ ওভারে ১৭৫ রানে অলআউট হয়।
লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ পেসার আল ফাহাদ প্রথমে একটি উইকেট পেয়ে ভালো শুরু করে। তবে প্রোটিয়া ব্যাটার মোহাম্মদ বুলবুলিয়া ও আরমান ম্যানাক গড়েন ৫৫ রানের জুটি, যেখানে ম্যানাক করেন ৫৭ রান। শেষদিকে অধিনায়ক জ্যাসন রোলেস ৪১ রান করে দলের জয়ের পথে সহায়ক হন।
তবে ভিহান প্রিটোরিয়াসের অপরাজিত ২১ রানের ফলে দক্ষিণ আফ্রিকা ৩৬.৫ ওভারেই লক্ষ্য পূর্ণ করে ম্যাচ জয়ী হয়।
আগামীকাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পরবর্তী ম্যাচ জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে, যেখানে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে।