রাজধানীর পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা ছয়টি মামলার মধ্যে তিনটির অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছে আদালত। মামলার আসামিদের তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন তিনটি মামলায় এবং বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম বাকি তিনটি মামলায় অভিযোগ গঠনের আদেশ দেন। সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৩ আগস্ট তারিখ নির্ধারণ করা হয়েছে।
আসামিরা আদালতে অনুপস্থিত থাকায় বিচারক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মোট ২৩ জন আসামির বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে।
দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম গণমাধ্যমকে জানান, ছয়টি মামলাতেই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়েছে এবং তারা কেউ আদালতে হাজির না হওয়ায় গ্রেপ্তারি আদেশ দেওয়া হয়।
উল্লেখ্য, গত ২০ জুলাই শেখ হাসিনা, তার পুত্র ও কন্যা, বোন শেখ রেহানা এবং অন্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলাগুলো ঢাকার দুটি পৃথক আদালতে স্থানান্তর করা হয়। প্রতিটি আদালতে তিনটি করে মামলার দায়িত্ব দেওয়া হয়।
অন্য আসামিদের মধ্যে রয়েছেন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, তার অন্য কন্যা আজমিনা সিদ্দিক রূপন্তী, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক ও বর্তমান কর্মকর্তা, রাজউকের বিভিন্ন পর্যায়ের সাবেক সদস্য এবং প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন।
প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) এই মামলাগুলো দায়ের করে। পরে প্রতিটি মামলায় অভিযোগপত্র দাখিল করা হয় এবং আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।