পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত বোলিং করেন মুস্তাফিজুর রহমান। এতে আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে ১৭ ধাপ এগিয়ে শীর্ষ দশে উঠেছিলেন তিনি।
তবে সিরিজের শেষ ম্যাচে বিশ্রামে থাকায় আবারও র্যাংকিংয়ে অবনতি হয়েছে এই বাঁহাতি পেসারের। নতুন তালিকায় ৩ ধাপ পিছিয়ে ৬৪৬ রেটিং পয়েন্ট নিয়ে এখন তিনি ১২ নম্বরে।
শুধু মুস্তাফিজ নন, অবনতি হয়েছে আরও কয়েকজন বাংলাদেশি বোলারেরও।
শেখ মেহেদী: ১ ধাপ পিছিয়ে এখন ১৭ নম্বরে।
তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব: দুজনেই ১ ধাপ করে পিছিয়ে যথাক্রমে ২৮ ও ৩৮ নম্বরে।
ব্যাটারদের মধ্যে বাংলাদেশের শীর্ষে রয়েছেন তাওহিদ হৃদয়। তিনি ৫৪৫ রেটিং পয়েন্ট নিয়ে ৩৯ নম্বরে অবস্থান করছেন। অন্যদিকে, শেষ ম্যাচে ব্যর্থতায় ৫ ধাপ পিছিয়ে ৪২ নম্বরে নেমে গেছেন তানজিদ তামিম।