ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস টুর্নামেন্টে এক অবিশ্বাস্য ওভার উপহার দিলেন অস্ট্রেলিয়ার পেসার জন হ্যাস্টিংস। পাকিস্তানের বিপক্ষে একটি ওভার করতে গিয়ে তিনি মোট ১৮টি বল করেন, যার মধ্যে ১২টিই ছিল ওয়াইড, আর একটি নো বল। শেষ পর্যন্ত ওই ওভারটি শেষও করতে পারেননি তিনি।
ম্যাচে লক্ষ্য ছিল মাত্র ৭৫ রান। পাকিস্তান ব্যাট করছিল ৭ ওভারে ৫৫ রান তুলে। তখনই ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে হ্যাস্টিংসকে আক্রমণে আনেন অধিনায়ক ব্রেট লি। কিন্তু শুরুতেই হ্যাস্টিংস দেন পাঁচটি টানা ওয়াইড বল। এরপর দুটি বৈধ ডেলিভারির একটিতে সিঙ্গেল, অন্যটিতে চার আসে।
এরপর আরও একটি নো বল দেন, যেটি একইসঙ্গে আবার ওয়াইডও ছিল। ওভারের শেষ পাঁচ বলের একটিও বৈধ ছিল না—সবগুলোই ওয়াইড, যার কয়েকটি তো প্রায় পিচের বাইরেই পড়েছে! তিনি দুই প্রান্ত থেকে বল করে দেখেছেন (ওভার দ্য উইকেট ও রাউন্ড দ্য উইকেট), তবুও বারবার লাইন মিস করেছেন।
ওই ওভারের শেষ ওয়াইড থেকেই জয়সূচক রান তুলে নেয় পাকিস্তান, এবং ১০ উইকেটের দাপুটে জয়ে মাঠ ছাড়ে তারা।
অবশ্য হ্যাস্টিংসের এই বিপর্যয়কর ওভারে সবচেয়ে বেশি বিরক্ত ছিলেন ব্যাটার শোয়েব মাকসুদ। প্রতিটি বলেই শট খেলতে প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু বলই পাচ্ছিলেন না ব্যাটে! ওপেনার শারজিল খান কিছু বল খেললেও, আম্পায়ারকে মোট ১২ বার দুই হাত ছড়িয়ে ওয়াইড সিগন্যাল দিতে হয়েছে। এমন দৃশ্য দেখে অস্ট্রেলিয়ার অধিনায়ক ব্রেট লি পর্যন্ত মুখ ঢেকে ফেলেন হাত দিয়ে।
ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে ১৬ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা হন পাকিস্তানের সাঈদ আজমল।
তবে ১০ উইকেটে হারের পরও নেট রান রেটের সুবিধায় সেমিফাইনালে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া। পরবর্তী ম্যাচে তারা মুখোমুখি হবে এবি ডি ভিলিয়ার্সের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকার।
আজকের খবর/এ. আই. এ.