মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. মোবারক হোসেনকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ রায় দেন।
প্রায় এক দশক আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মোবারক হোসেনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিল। আপিল বিভাগের রায়ে ট্রাইব্যুনালের সেই রায় বাতিল করা হয়েছে।
আদালতে মোবারক হোসেনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও ইমরান এ সিদ্দিক। রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নেন গাজী মনোয়ার হুসাইন তামীম।
২০১৪ সালের ২৪ নভেম্বর মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনীর সহচর হিসেবে হত্যা, ধর্ষণ, আটক ও নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধে মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। পাঁচটি অভিযোগের মধ্যে একটি প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড এবং আরেকটি অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বাকি তিনটি অভিযোগে তাকে খালাস দেওয়া হয়।
ওই রায়ের বিরুদ্ধে একই বছরের ১৮ ডিসেম্বর আপিল করেন মোবারক হোসেন। প্রায় এক দশক পর, চলতি বছরের ৮ জুলাই তার আপিল শুনানি শুরু হয়। শুনানি শেষে ২২ জুলাই মামলার রায় ঘোষণার দিন ধার্য করে আপিল বিভাগ।
ট্রাইব্যুনালের রায় থেকে জানা যায়, মুক্তিযুদ্ধের সময় মোবারক হোসেন জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। স্বাধীনতা-পরবর্তী সময়ে তিনি জামায়াতের ইউনিয়ন পর্যায়ের রুকন হন। পরে তিনি দল পরিবর্তন করে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ও গ্রেপ্তারের পর আওয়ামী লীগ তাকে দল থেকে বহিষ্কার করে।