আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, কাউকে গ্রেফতারের সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নেমপ্লেট ও পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক করা হচ্ছে। এ ছাড়া গ্রেফতারের ১২ ঘণ্টার মধ্যেই পরিবারের সদস্যদের অবহিত করতে হবে—এমন বিধানসহ ফৌজদারি কার্যবিধিতে সংশোধনী আনছে সরকার।
শুক্রবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন,
“আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ পরিচয়পত্র দেখানো ছাড়া কাউকে আটক করতে পারবে না। এবং যাকে আটক করা হবে, তার পরিবারকে ১২ ঘণ্টার মধ্যে জানাতে হবে—এ বিধান আইনে অন্তর্ভুক্ত করা হচ্ছে।”
অন্যান্য সিদ্ধান্ত
এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বিধান বাতিল করা হয়েছে। অর্থাৎ এখন থেকে স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়ভাবে।
এছাড়া গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনায় তদন্তে সাবেক বিচারপতি ড. মো. আবু তারিক–এর নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সর্বোচ্চ সহায়তার কথাও জানিয়েছেন আইন উপদেষ্টা।
আজকের খবর/ এম. এস. এইচ.