ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক ও তাঁদের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে থাকা গাজীপুরের জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদক সূত্র জানায়, তাঁদের নামে থাকা ১৮টি দলিলের জমি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে শেখ হাসিনা ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের নামেও জমি ও ফ্ল্যাট জব্দের আদেশ দেন আদালত।
গত বছরের ডিসেম্বরে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। এ নিয়ে ছয়টি মামলা হয়েছে, যেখানে শেখ হাসিনা, শেখ রেহানা, তাঁদের সন্তানসহ ২১ জনকে আসামি করা হয়েছে।