সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক পদে ৬৮৩ জন নিয়োগের জন্য ৪৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষার আয়োজন করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার (২১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কমিশন।
পিএসসি জানায়, দীর্ঘ ১৮ বছর পর শিক্ষাখাতে আলাদা বিশেষ বিসিএসের আয়োজন করা হচ্ছে। সর্বশেষ ২০০৬ সালে বিশেষ বিসিএসের মাধ্যমে ১ হাজার ৪৭ জন প্রভাষক নিয়োগ দেওয়া হয়েছিল।
এবারের ৪৯তম (বিশেষ) বিসিএসের মাধ্যমে দেশের বিভিন্ন সরকারি কলেজে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে। এন্ট্রি লেভেলের এসব পদে লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে।
সুনির্দিষ্ট তারিখ ও সময় পরবর্তীতে কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং সংবাদমাধ্যমে জানানো হবে। অনলাইন আবেদন ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে টেলিটকের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd-এ।