পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) নগরীর ২১ নম্বর ওয়ার্ডের জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিযানটির সূচনা করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহ আলম।
এ সময় তিনি বলেন, কুমিল্লা নগরীতে দিন দিন লোকসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে এই শহরে আনুমানিক ১৫ থেকে ১৬ লাখ মানুষ বসবাস করছে। ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ মোকাবিলায় পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, সিটি কর্পোরেশনের আওতাধীন ২৭টি ওয়ার্ডে পর্যায়ক্রমে এই বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ রক্ষায় সবাইকে পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
