ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছোটখাট ভুলের কারণে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল না করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ক পরিপত্রে স্বাক্ষর করেছেন ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন।
পরিপত্রে বলা হয়েছে, ছোটখাটো ত্রুটি থাকলেও মনোনয়নপত্র বাতিল করা যাবে না। বাছাইয়ের সময় ত্রুটি ধরা পড়লে তাৎক্ষণিক সংশোধন সম্ভব হলে প্রার্থী বা তাঁর প্রতিনিধি তা সংশোধন করবেন। তবে হলফনামায় উল্লেখিত তথ্য সংশোধন বা পরিবর্তন করতে পারবেন না।
একাধিক মনোনয়নপত্র জমা দিলে বাছাইয়ের সময় একটি বৈধ হলে অন্যগুলো বাতিল বলে গণ্য হবে না। অর্থাৎ শুধু একটি বৈধ মনোনয়নপত্র থাকলেই প্রার্থীর মনোনয়ন কার্যকর থাকবে।
মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের সিদ্ধান্ত রিটার্নিং কর্মকর্তার লিখিত রেকর্ডে থাকবে।
ইসির ঘোষিত নির্বাচনি তফসিল অনুযায়ী:
মনোনয়নপত্র দাখিলের শেষ সময়: ২৯ ডিসেম্বর
মনোনয়নপত্র বাছাই: ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়: ২০ জানুয়ারি
চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি
নির্বাচনি প্রচার: ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত
ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি
