ব্রিটিশ প্রধানমন্ত্রী কির স্টারমার শনিবার এক ভার্চুয়াল বৈঠকে বিশ্বের নেতাদের উৎসাহিত করেন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি আনার জন্য।
স্টারমার বলেন, “শেষ পর্যন্ত” রাশিয়াকে তিন বছরের এই সংঘাতের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসতে হবে। তিনি এই বৈঠকে প্রধানত ইউরোপীয় নেতাদের পাশাপাশি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডার প্রতিনিধিদেরও উপস্থিতি উল্লেখ করেন, তবে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি ছিলেন না।
তিনি বলেন, “শেষ পর্যন্ত তাকে (পুতিনকে) আলোচনার টেবিলের দিকে আসতেই হবে।” ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করেছে।
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে মার্কিন ও ইউক্রেনিয়ান প্রতিনিধিদলের সমঝোতা অনুযায়ী রাশিয়াকে যুদ্ধবিরতিতে রাজি হতে বলেছিলেন। মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওও উল্লেখ করেছিলেন, “বল এখন রাশিয়ার কোর্টে।”
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তত্ত্বগতভাবে যুদ্ধবিরতিতে সম্মত হলেও এখনও কিছু শর্ত ও প্রশ্ন থাকায় কোনো চূড়ান্ত সমঝোতা কার্যকর করা যায়নি।
উল্লেখ্য, ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি বলেন, পুতিন এতগুলি পূর্বশর্ত তুলেছেন যে কোনো সমঝোতা বাস্তবায়ন করা কঠিন। এছাড়াও, যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল, গ্যাস এবং আর্থিক খাতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে।
বৈঠকে ইউক্রেনের ভবিষ্যৎ সামরিক ও আর্থিক সহায়তা এবং জেলেনস্কির নিরাপত্তা বিষয়ক পরিকল্পনাও আলোচিত হতে পারে।
আজকের খবর/ এম. এস. এইচ.