অধিকৃত পশ্চিম তীরে বেথলেহেমের পূর্বে কিসান গ্রামের কাছে খাল্লেত উম্ম আল-হাসান এলাকায় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা এক ফিলিস্তিনি পরিবারের বাড়িতে হামলা চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে উচ্ছেদের নোটিশ দিয়েছে।
কিসান গ্রামের ফাতাহ আন্দোলনের সেক্রেটারি আহমেদ গাজাল ওয়াফা সংবাদ সংস্থাকে জানান, বসতি স্থাপনকারীদের একটি দল নাসার রাশাইদার বাড়িতে ঢুকে পড়ে। তারা হুমকি দেয়, যদি পরিবারটি বাড়ি না ছেড়ে যায় তবে তাঁবুর মতো গড়া এবং টিনের ছাউনি দেওয়া সেই বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে এবং পরিবারকে আক্রমণ করা হবে।
গাজাল আরও জানান, প্রায় এক মাস আগে বসতি স্থাপনকারীরা রাশাইদার ইট-সিমেন্টের বাড়িটি ধ্বংস করে দেয়। তিনি অভিযোগ করেন, কিসান গ্রাম ও খাল্লেত উম্ম আল-হাসান এলাকায় নিয়মিতভাবে বসতি স্থাপনকারীরা হামলা চালায়—বাড়িঘরে ঢুকে পড়া, কৃষকদের ওপর আক্রমণ এবং জমি দখলের চেষ্টা—এসবই ইসরায়েলি বাহিনীর সুরক্ষায় ঘটছে।
আজকের খবর/ এম. এস. এইচ.