ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেছেন, ইসরায়েলের গাজায় চলমান “অত্যন্ত সহিংস আচরণ অগ্রহণযোগ্য এবং তা বন্ধ হওয়া উচিত”, তবে এই মুহূর্তে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সঠিক সময় নয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, ডেনমার্ক ফিলিস্তিন রাষ্ট্র এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের ধারণাকে সমর্থন করে। তবে “আমাদের দায়িত্ব হলো নিশ্চিত করা যে, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া সত্যিকারের সঠিক পদক্ষেপকে এগিয়ে নেবে।”
ফ্রেডেরিকসেন বলেন, এ ধরনের স্বীকৃতি তখনই দেওয়া উচিত, যখন তা দুই রাষ্ট্র সমাধানকে বাস্তবায়নে সহায়ক হবে। তার মতে, এর মানে হলো “একটি টেকসই ও গণতান্ত্রিক ফিলিস্তিন রাষ্ট্র, যেখানে হামাসের প্রভাব থাকবে না।” তিনি আরও যোগ করেন, হামাস ইসরায়েলের অস্তিত্বের অধিকারকে স্বীকার করে না।
আজকের খবর/ এম. এস. এইচ.