আলাস্কায় অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক কোনো শান্তি চুক্তি বা যুদ্ধবিরতি ছাড়াই শেষ হওয়ার পর থেকেই একের পর এক গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটছে।
ট্রাম্প জানান, বৈঠকের পরপরই তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ন্যাটো নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। তাঁর দাবি, সবার মতামত এক জায়গায় মিলে গেছে—যুদ্ধ থামানোর সর্বোত্তম পথ হলো সরাসরি শান্তি চুক্তি, অস্থায়ী যুদ্ধবিরতি নয়। ট্রাম্প নিশ্চিত করেছেন, সোমবার জেলেনস্কি ওয়াশিংটন সফরে যাচ্ছেন এবং সব কিছু ঠিক থাকলে পুতিনের সঙ্গেও বৈঠকের সময়সূচি ঠিক করা হবে।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, তিনি ট্রাম্পকে জানিয়েছেন, যদি ত্রিপক্ষীয় বৈঠক না হয় বা রাশিয়া সৎভাবে যুদ্ধের অবসান এড়িয়ে যেতে চায়, তবে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরও জোরদার করা উচিত।
অন্যদিকে, প্রেসিডেন্ট পুতিন বৈঠকের পর দেওয়া বিবৃতিতে জানিয়েছেন, তিনি আন্তরিকভাবে ইউক্রেন যুদ্ধের অবসান চান। আলাস্কা সম্মেলনকে তিনি ‘সমাধানের সূচনা বিন্দু’ বলে উল্লেখ করেছেন। তবে ইউক্রেন ও ইউরোপকে সতর্ক করে দিয়ে বলেন, তারা যেন আলোচনাকে ভণ্ডুল না করে।
ইউরোপীয় দেশগুলোর আটজন নেতা এক যৌথ বিবৃতিতে জানান, তারা একটি ত্রিপক্ষীয় চুক্তির পথে কাজ করতে প্রস্তুত। একই সঙ্গে তারা ট্রাম্পের বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেছেন যে, পরবর্তী ধাপ হওয়া উচিত জেলেনস্কির সঙ্গে সরাসরি আলোচনা।
আজকের খবর / এম. এস. এইচ.