জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেছেন, “আমরা আজ যে স্বাধীনতা ও পরিবেশে বসবাস করছি, তা শহীদদের আত্মত্যাগের ফল। সাজিদসহ অন্যান্য শহীদরা দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ—নিজেদের জীবন উৎসর্গ করেছেন।”
বৃহস্পতিবার (১৪ আগস্ট) জোহরের নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদ সাজিদকে স্মরণ করে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
উপাচার্য জানান, সাজিদের বাবা বর্তমানে আইসিইউতে ভর্তি আছেন। তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন—এমন প্রার্থনা করেন এবং সবাইকে ব্যক্তিগতভাবে দোয়া করার আহ্বান জানান। তিনি বলেন, সাজিদের পরিবারের পাশে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করেছে। দোয়া করি, সাজিদের ওসিলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জ্ঞান, বিজ্ঞান ও গবেষণায় আরও অগ্রসর হোক।
দোয়া মাহফিলে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, “আমরা শহীদ সাজিদের মাগফিরাত কামনা করছি। এমন কোনো কাজ করবো না, যাতে শহীদদের আত্মা কষ্ট পায়। পাশাপাশি সাজিদের বাবার সুস্থতার জন্যও দোয়া করছি।”
মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইমাম মো. সালাউদ্দিন।
এ সময় শাখা ছাত্রদল, ছাত্রশিবির, আপ বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।