চট্টগ্রামে আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় পুলিশের দাখিল করা চার্জশিট গ্রহণের বিষয়ে বাদীর উপস্থিতিতে শুনানির জন্য তারিখ নির্ধারণ করেছেন আদালত। আগামী ২৫ আগস্ট বাদীর উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হবে। রবিবার (১০ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস. এম. আলাউদ্দীন মাহমুদ এ আদেশ দেন।
গত ১ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা ও চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী) মাহফুজুর রহমান, সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসসহ মোট ৩৮ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
শুনানির সময় বাদীপক্ষের আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, এক আসামির নাম তদন্তে আসলেও তাকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে—বিষয়টি আদালতে উপস্থাপন করা হয়। এরপর আদালত মামলার বাদী ও নিহত আলিফের পিতার উপস্থিতির জন্য সমন জারি করে ২৫ আগস্ট শুনানির দিন ধার্য করেন।
তদন্তে জানা যায়, মামলায় এজাহারভুক্ত ও তদন্তে পাওয়া মোট আসামি ৪২ জন। এর মধ্যে এজাহারভুক্ত ৩ জন এবং তদন্তে পাওয়া ১ জনকে অব্যাহতির সুপারিশ করেছেন তদন্তকারী কর্মকর্তা। বর্তমানে চিন্ময় কৃষ্ণ দাসসহ ২০ জন গ্রেপ্তার আছেন, আর ১৮ জন পলাতক।
রবিবার চিন্ময় দাসকে আদালতে হাজির করা হয়নি; তিনি চট্টগ্রাম কারাগার থেকে ভার্চ্যুয়াল শুনানিতে অংশ নেন।
উল্লেখ্য, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকায় গ্রেপ্তার করা হয়। পরদিন চট্টগ্রাম আদালতে তোলার সময় তার জামিনকে ঘিরে সমর্থকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে আদালত প্রাঙ্গণের বাইরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন ৩১ জনের নাম উল্লেখ করে কোতোয়ালী থানায় মামলা করেন।
গত ৫ মে পুলিশের আবেদনের পর আদালত কারাগারে থাকা চিন্ময় কৃষ্ণ দাসকে আলিফ হত্যা মামলায়ও গ্রেপ্তার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) নির্দেশ দেন।
আজকের খবর/এ. আই. এ.