সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় ১৯৫ কোটি টাকা পাচারের মামলায় যুবলীগ নেতা ও ঠিকাদার জি কে শামীমকে ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি মো. যাবিদ হোসেনের হাইকোর্ট বেঞ্চ তার দায়ের করা আপিল মঞ্জুর করে এ রায় প্রদান করেন।
এর আগে ২০২৩ সালের ১৭ জুলাই অর্থপাচার মামলায় ঢাকার একটি আদালত জি কে শামীমকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করেছিল।
উল্লেখ্য, ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর চাঁদাবাজি ও টেন্ডার কারসাজির অভিযোগে র্যাব তাকে গ্রেফতার করে। এরপর ২০২০ সালের ৪ আগস্ট সিআইডি শামীমসহ সাত দেহরক্ষীর বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে চার্জশিট দাখিল করে। ১০ নভেম্বর আদালত অভিযোগ গঠন করে এবং পরে তাদের ১০ বছরের সাজা ঘোষণা করা হয়।
আজকের খবর/ এম. এস. এইচ.