বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, চলতি বছরের ১৮ জুন দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে মামলা করে। ড. কলিমুল্লাহ জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত নির্বাচনের বৈধতা দিতে ভূমিকা রেখেছেন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন বিতর্কের জন্ম দেন। রাত ৩টার সময় অনলাইনে ক্লাস নেওয়ার ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল।
এছাড়াও, তার অংশগ্রহণে নির্মিত একটি চলচ্চিত্রের দৃশ্যও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
আজকের খবর/ এম. এস. এইচ.