রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত বিজয় ফিস্টের খাবার খেয়ে বিজয়-২৪ হলের ৮৩ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে হল প্রশাসন। ইতোমধ্যে দুই সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) ফিস্টে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে অনেকেই পেটের ব্যথা, গ্যাস্ট্রিক ও ফুড পয়জনিংয়ের উপসর্গে আক্রান্ত হন। পরে হল কর্তৃপক্ষ তাদের খাবার স্যালাইন সরবরাহ করে।
বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জামিরুল ইসলাম বলেন, খাবার খেয়ে ৮৩ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছেন। তাদের কারও গ্যাস্ট্রিক, কারও বা ফুড পয়জনিংয়ের সমস্যা দেখা দিয়েছে। তবে সবাই এখন আশঙ্কামুক্ত।
জানা গেছে, চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের জন্য ৫০ টাকা ফিতে বিজয় ফিস্টের আয়োজন করা হয়। ফিস্টের পর থেকেই ফেসবুকে খাবারের মান নিয়ে অভিযোগ জানাতে থাকেন অনেক শিক্ষার্থী।
১৩২ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী সাগর আহসান বলেন, খাবার খাওয়ার পর থেকেই পেটে ব্যথা অনুভব করি। রাতেও কিছু খেতে পারিনি। সকালে মেডিক্যালে গিয়ে চিকিৎসা নিয়েছি।
৪২১ নম্বর কক্ষের শিক্ষার্থী অর্পণ ধর জানান, “আমাদের রুমের তিনজনই অসুস্থ হয়ে পড়েছি। একাধিকবার টয়লেট যেতে হয়েছে। মেডিক্যাল থেকে ওষুধ নিয়েছি।
বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক মাফরুহা সিদ্দিকা লিপি বলেন, আমি আজ ডিউটিতে ছিলাম না। তবে দায়িত্বে থাকা তিনজন চিকিৎসক প্রায় ১৫ জন শিক্ষার্থীকে চিকিৎসা দিয়েছেন।
এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে হল প্রশাসন।