ভারতের আসামে জনপ্রিয় অভিনেত্রী নন্দিনী কাশ্যপের গাড়ির ধাক্কায় গুরুতর আহত সামিউল হক মারা গেছেন। মঙ্গলবার (২৯ জুলাই) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্থানীয় ভারতীয় গণমাধ্যমে এই তথ্য প্রকাশ পেয়েছে। জানা যায়, গত শুক্রবার (২৫ জুলাই) মধ্যরাতে গৌহাটির কাহিলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোয়াহাটির পৌর কর্পোরেশনের কর্মচারী সামিউল হক রাস্তার লাইট মেরামতের কাজে নিয়োজিত ছিলেন। তখন নন্দিনী কাশ্যপের গাড়ি তাকে ধাক্কা দেয়, যার ফলে তিনি গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নন্দিনী ওই সময় ঘণ্টায় প্রায় ১২০ কিমি বেগে গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে তিনি পালিয়ে যান। গাড়ি অনুসরণ করায় তিনি কাহিলিপাড়া এলাকার একটি অ্যাপার্টমেন্টে প্রবেশ করেন।
সেখানে মিউনিসিপ্যালের এক ব্যক্তির সঙ্গে তার বিবাদ হয় এবং যিনি দুর্ঘটনার ভিডিও ধারণ করছিলেন তাকে তিনি শারীরিকভাবে লাঞ্ছনা করেন।
সামিউল হককে গৌহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। তাকে উভয় পা কেটে দিতে হয় এবং হাতে ও ঊরুতে মারাত্মক আঘাত লাগে। অবস্থার অবনতি হলে পরে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে লাইফসাপোর্টে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তিনি মারা যান।