টালিউড অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায় সামাজিক মাধ্যমে অভিযোগ করেছেন, তার স্বামী অরিন্দম চক্রবর্তী এখনো তার স্বামী ও দুই সন্তানের বাবা হওয়া সত্ত্বেও এক জুনিয়র অভিনেত্রীর সঙ্গে লিভ-ইন সম্পর্কে রয়েছেন।
রিয়া বলেন, তার স্বামীর পরিবারও এ বিষয়ে তাকে সমর্থন দিচ্ছে। সরকারি চাকরির পাশাপাশি কীভাবে তিনি সিনেমা ও ওয়েব সিরিজ পরিচালনা করছেন—তাও প্রশ্ন তুলেছেন তিনি।
রিয়া আরও জানান, সন্তানদের কথা ভেবে এতদিন সব সহ্য করলেও এখন আর চুপ থাকতে পারছেন না।
এর আগে তিনি জানিয়েছিলেন, অরিন্দমের সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই, তবে তখনো তাদের মধ্যে আইনি বিচ্ছেদ হয়নি।
এ ঘটনায় তিনি নারী ও শিশু সুরক্ষা কমিশনকে ট্যাগ করে জানতে চান—আইন কি শুধু প্রভাবশালীদের পক্ষেই কাজ করে?
বাংলাদেশের অভিনেতা শাকিব খানের সঙ্গে ‘বরবাদ’ সিনেমায় কাজ করে রিয়া আলোচনায় আসেন। এছাড়াও তিনি বলিউডেও কাজ করেছেন।
আজকের খবর/ এম. এস. এইচ.